কুলাউড়া পৌরসভার জন্য "ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি"


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়

কুলাউড়া, মৌলভীবাজার।


স্মারক নং ১৩.০১.৫৮৬৫.০০২.৫৭.০২.২৪-৫৫৩

তারিখঃ ০৫/১১/২০২৪ খ্রি.


"ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি"


খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, সরবরাহ-১ শাখা, ঢাকা এর স্মারক নং ১৩.০০,০০০০,০৪৬.৩৬,০০১,২০৫ তারিখ- ০৯.১০.২০২৪ খ্রি. মূলে জারীকৃত পরিপত্র ও ওএমএস নীতিমালা ২০২৪' মোতাবেক গত ৩১/১০/২০২৪ খ্রি. তারিখে অনুষ্ঠিত উপজেলা ওএমএস কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কুলাউড়া পৌরসভায় আগামী ০৫ (পাঁচ) বছর ওএমএস কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত স্থানের বিক্রিয় কেন্দ্রে ডিলারশীপ পরিচালনার নিমিত্ত নতুন ডিলার নিয়োগ কল্পে কুলাউড়া পৌরসভার প্রকৃত খাদ্যশস্য লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির নিকট হতে নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে।


কুলাউড়া পৌরসভার যেসকল কেন্দ্রে ডিলার নিয়োগ করা হবে নিম্নে দেওয়া হলো:-

বিক্রয় কেন্দ্রের নাম

১. উপজেলা রোড

২. থানা রোড

৩. বিছরাকান্দি, রেল আউটার

৪. উছলাপাড়া

৫. শিবির রোড

৬. স্কুল চৌমূহনী

আবেদনকারীর যোগ্যতাঃ

  • আবেদনকারীকে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বয়স ১৮ বছরের উর্দ্ধে বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং কুলাউড়া উপজেলা/পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারী যে বিক্রয় কেন্দ্রের ডিলার হতে আগ্রহী আবেদন পত্রে সেই বিক্রয় কেন্দ্রের স্থান উল্লেখ করতে হবে।
  • আবেদনকারীর পৌরসভার ট্রেড-লাইসেন্স থাকতে হবে এবং খাদ্যশস্যর লাইসেন্স প্রাপ্ত ব্যবসায়ী হতে হবে।
  • আবেদনকারীর কমপক্ষে ০৩ (তিন) মে.টন খাদ্যশস্য সংরক্ষণের উপযোগী সংরক্ষণাগার থাকতে হবে। 
  • আবেদনকারীর মালামালের হিসাব সংরক্ষণের সক্ষমতা থাকতে হবে।
  • আবেদনকারী ডিলার নিয়োগ হলে নিজস্ব ব্যবস্থাপনায় সরকার কর্তৃক নির্ধারিত স্থানে (ট্রাকে/দোকানে) খাদ্যশস্য বিক্রয় করতে হবে।
  • খাদ্য অধিদপ্তরের কোনো ডিলার/মিলার/ঠিকাদার পূর্বে শাস্তি প্রাপ্ত, কালো তালিকাভুক্ত বা যে কোনো অনিয়মের কারণে ডিলারশিপ বাতিল হওয়া ব্যক্তি ওএমএস ডিলারের জন্য আবেদন করতে পারবেন না। 
  • খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন কোনো পরিবহন ঠিকাদার, শ্রম ঠিকাদার, মিলার ও খাদ্যবান্ধব ডিলার হিসাবে কর্মরত কোনো ব্যক্তি/তার উপর নির্ভরশীল কেউ এ কার্যক্রমের ডিলারের আবেদন করতে পারবেন না।
  • প্রজাতন্ত্রের লাভজনক পদে অধিষ্ঠিত কোনো কর্মকর্তা/কর্মচারী/জনপ্রতিনিধি ডিলারের জন্য আবেদন করতে পারবেন না। 
  • কোন ব্যক্তি ডিলারশিপ প্রাপ্ত হলে 'নিজ ডিলারশিপ ব্যতীত অন্য কোন ডিলারের প্রতিনিধিত্ব করবেন না' মর্মে ৩০০/- (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা দাখিল করতে হবে। এর ব্যত্যয় হলে উভয়ের ডিলারশিপ বাতিল হবে।
  • আবেদনকারী অথবা তার প্রতিনিধির স্মার্ট ফোন/তথ্য সংগ্রহের ইলেক্ট্রনিকস ডিভাইস থাকতে হবে এবং সংশ্লিষ্ট অ্যাপস ব্যবহারে সক্ষমতা থাকতে হবে।
  • খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএসএস) নীতিমালা ২০১৫ অনুযায়ী লাইসেন্স প্রাপ্ত ব্যক্তিগণ এ নীতিমালায় নতুনভাবে আবেদন করতে পারবেন। বিদ্যমান ডিলারদের মধ্যে কেউ বর্তমান নীতিমালা অনুযায়ী যোগ্য বিবেচিত হলে তাঁকে নতুন ডিলার হিসাবে  তালিকাভুক্তির জন্য বিবেচনা করা যাবে।
  • যেকোন একটি বিক্রয় কেন্দ্রের জন্য আবেদন করতে হবে এবং একই বিক্রয় কেন্দ্রে একাধিক প্রার্থী আবেদন করলে যোগ্য আবেদনকারীদের মধ্য হতে লটারির মাধ্যমে বিক্রয় কেন্দ্রভিত্তিক একজন করে ডিলার নির্বাচন করা হবে। একই ব্যক্তি একাধিক বিক্রয় কেন্দ্রের জন্য আবেদন করতে পারবে না। একাধিক কেন্দ্রে আবেদন করলে উভয় আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • ওএমএস ডিলারশিপ প্রাপ্তির জন্য নিম্নস্বাক্ষকারীর দপ্তরে যোগাযোগ করে নির্ধারিত আবেদন ফরম (পরিশিষ্ট-খ) অনুযায়ী আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরম নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে অফেরত যোগ্য ৫০০/- (পাঁচশত) টাকার বিনিময়ে পাওয়া যাবে।
  • ওএমএস ডিলারশিপ প্রাপ্তির পরে তফসিলি ব্যাংকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকার ফেরতযোগ্য জামানত পে-অর্ডার আকারে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, কুলাউড়া,মৌলভীবাজার-এর অনুকূলে আবশ্যিকভাবে জমা প্রদান করে ওএমএস লাইসেন্স গ্রহণ করতে হবে। উক্ত লাইসেন্স এর মেয়াদ হবে ০৫ (পাঁচ) বছর। প্রতি বছর ৩০ জুন এর মধ্যে নির্ধারিত ফি জমা করে লাইসেন্স নবায়ন করতে হবে।


আবেদনের সাথে নিম্নলিখিত ডকুমেন্টস এর সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে।

০১.পাসপোর্ট সাইজের ০৩ (তিন) কপি ছবি।

০২.ব্যাংক কর্তৃক প্রদত্ত আর্থিক স্বচ্ছলতার সনদ।

০৩.পৌরসভার ট্রেড লাইসেন্স এর ফটোকপি।

০৪.খাদ্য বিভাগ কর্তৃক প্রদত্ত খাদ্যশস্যর লাইসেন্স এর ফটোকপি।

০৫.দোকানের মালিকানা/ভাড়া সংক্রান্ত কাগজপত্রের ফটোকপি।

০৬.জাতীয় পরিচয়পত্র ফটোকপি।

০৭.নাগরিত্ব সনদের ফটোকপি।

০৮.অঙ্গীকার নামা।

আগ্রহী ব্যক্তিগণকে আগামী ১২.১১.২০২৪ খ্রি. তারিখ বিকাল ৩.০০ ঘটিকার মধ্যে বিক্রয় কেন্দ্রের নাম উল্লেখপূর্বক প্রয়োজনীয় ডকুমেন্টসহ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, কুলাউড়া, মৌলভীবাজার এ অফিসে আবেদনপত্র দাখিল করার জন্য অনুরোধ করা হলো।


বিঃদ্রঃ ওএমএস নীতিমালা ২০২৪ অনুসরণ করে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো। সরকার প্রয়োজনবোধে এই নীতিমালার যে কোন শর্ত ও বিষয় পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন এবং সংযোজন করতে পারবে।


(মোছাঃসাজেদা বেগম)

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক

ও 

সদস্য সচিব

উপজেলা ওএমএস কমিটি

কুলাউড়া,মৌলভীবাজার।


downloaded pdf file: https://drive.google.com/file/d/1uA5gbx0ZBxNu2aZ3aOtKmUkglGVIQhLE/view?usp=drivesdk

إرسال تعليق (0)
أحدث أقدم